Thursday, April 21, 2011

Page 2



আসামি: আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে সম্মত হতে চায় না?
বিচারক: কারণ একজনকে একটি অপরাধের শাস্তি মাত্র একবারই দেওয়া যায়
 
ক্রেতা : এগুলো কার ডিম?
বিক্রেতা : আমার ডিম
ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম


এক বখাটে ছেলে রাস্তায় একটি মেয়েকে দেখেই তার পাশের বন্ধুটিকে বলল, আরে চন্দ্র তো জানি রাতের বেলাই আলো ছড়ায়, আজ দেখছি দিনের বেলাতেই ছড়াচ্ছে
তখন মেয়েটি সঙ্গে সঙ্গে জবাব দিল প্যাঁচা তো রাতের বেলাই ডাকে, আজ দেখছি দিনের বেলাতেই ডাকছে


স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন
স্ত্রী : কী! তোমার এত্তবড় সাহস তুমি আমার গায়ে হাত তুললে?
স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি
স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন
স্বামী : ( হয়ে) তুমিও আমাকে...
স্ত্রী : তুমি কি ভেবেছো আমি তোমাকে কম ভালোবাসি?

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাশাপাশি দেশ হওয়ায় এরা একে অন্যকে নিয়ে প্রচুর  ঠাট্টা-মশকরা করে অস্ট্রেলিয়াদের নিয়ে নিউজিল্যান্ডের একটি বহুল প্রচলিত কৌতুক হল-
প্রশ্নঃ আসিদের বিয়ের উৎসব আর অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ অন্ত্যেষ্টিক্রিয়ায় একজন মাতালের সংখ্যা কম থাকে


নেদারল্যন্ডের একটি বিখ্যাত শহর হল দ্য হেগ(The Hague) জাতিসংঘের আন্তজার্তিক আদালত সেখানে অবস্থিত  অনেকদিন আগে বিলেতের রানী জার্মানির বন(Bonn) শহর থেকে হেগ শহরে বেরাতে গেলেন তখন আমাদের দেশের একটি আঞ্চলিক পত্রিকায় ছাপা হল-
                    “রানী বন থেকে হেগে গেলেন

মোটামুটি এক অশিক্ষিত গৃহবধু তার স্বামীকে চিঠি লিখেছে সে যতিচিন্যের ব্যবহার ঠিক ভাবে জানে না আসল চিঠিটি হবে এইরকম-
প্রিয় কুদ্দুস,
তুমি সারাটা জীবন বিদেশে কাটাইলে এই ছিল আমার কপালে আমার পা ফুলিয়া উঠিয়াছে উঠানটা জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা স্কুলে যাইতে চায় না ছাগল ছানাটা সারাদিন ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার বাবা পেটের অসুখে ভুগিতেছে বাগানটা আমে ভরিয়া উঠিয়াছে ঘরের ছাদ স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে গাভির পেট দেখে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ রোজ সের করিয়া দুধ দেয় বড় বউ রান্না করিতে গিয়া হাত পুরাইয়া ফেলিয়াছে কুকুর ছানাটি সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে মজিদের মা প্রসব বেদনায় ছটফট করিতেছে মজিদের বাপ বার বার ফিট হইয়া যাইতেছেন ডাক্তার সাহেব আসিয়া দেখিয়া গিয়াছেন এমতাবস্থায় তুমি অবশ্যয় বাড়ি ফিরিবে না ফিরিলে রাগ করিব
                                                                       ইতি
                                                       তোমার রাঙ্গা বউ, গরুহাটখোলাবাজার,
                                                           ঝালকাঠি

যেহেতু সে যতিচিন্যের ব্যবহার ঠিক ভাবে জানে না, সে সব কিছু উল্টা-পাল্টা করে ফেলল তার চিঠিটি হয়ে গেল নিম্নরুপ-

প্রিয় কুদ্দুস
তুমি সারাটা জীবন বিদেশে কাটাইলে এই ছিল আমার কপালে আমার পা ফুলিয়া উঠিয়াছে উঠানটা জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা স্কুলে যাইতে চায় না ছাগল ছানাটা  সারাদিন ঘাস খাইয়া ঝিমাইতেছেন তোমার বাবা পেটের অসুখে ভুগিতেছে বাগানটা আমে ভরিয়া উঠিয়াছে ঘরের ছাদ স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে গাভির পেট দেখে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ রোজ সের করিয়া দুধ দেয় বড় বউ রান্না করিতে গিয়া হাত পুরাইয়া ফেলিয়াছে কুকুর ছানাটি সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা  দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিয়াছে মজিদের মা  প্রসব বেদনায় ছটফট করিতেছে মজিদের বাপ বার বার ফিট হইয়া যাইতেছেন ডাক্তার সাহেব আসিয়া দেখিয়া গিয়াছেন এমতাবস্থায় তুমি অবশ্যয় বাড়ি ফিরিবে না ফিরিলে রাগ করিব
                                                                       ইতি
                                                       তোমার রাঙ্গা বউ গরু,হাটখোলাবাজার,
                                                           ঝালকাঠি


তিন জন  মেয়ে রেস্টুরেন্টে গেল তাদের সাফল্য উদযাপন করতে খুশিতে ঝলমল করছে তাদের চেহারা, পান-ভোজনের সাথে সাথে খুব হাসাহাসি করছে সবাই
"সম্মানিত ভদ্র মহিলাগণ, কী নিয়ে আপনারা এত হাসাহাসি করছেন, জানতে খুব ইচ্ছে করছে আমার " স্মিত হেসে তাদের কাছে এসে দাঁড়ায় বারটেন্ডার
"ওহ, অবশ্যই!" উত্তর দেয় এক ব্লন্ড" এই মাত্র গাণিতিক এই পাজলটার সমাধান করলাম আমরা এটা করতে আমাদের সময় লেগেছে মাত্র এক মাস, যদিও পাজল বক্সের গায়ে লেখা ছিল ' থেকে বছর!"

এক বিখ্যাত বক্তাকে ফাঁসিতে ঝোলানো হবে তাঁকে জিজ্ঞেস করা হলো, মৃত্যুর আগে তাঁর কিছু বলার আছে কি না তিনি বিরক্ত হয়ে বললেন, ‘আমি এখানে মরতে এসেছি, ভাষণ দিতে নয়!’


মাছের দোকানে গিয়ে ক্রেতা বলছেন :
-- ওহে, আমাকে ওই রাষ্ট্রনায়ক মাছটা দাও তো হে
-- রাষ্ট্রনায়ক মাছ ? সেটা আবার কি ?
-- ওই যে, মোটাসোটা, চর্বিওয়ালা, মাথাবিহীন মাছটা

প্রেমিকার তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য শুনে প্রেমিকা বলল, তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে শুনি