Thursday, April 21, 2011
Page 15
তুমুল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীতে। স্ত্রী এক পর্যায়ে ঠাস করে স্বামীর গালে এক চড় বসিয়ে দিল।
স্বামী: এই চড়টা তুমি ইয়ার্কি করে মারলে, না সত্যি সত্যি মারলে?
স্ত্রী: সত্যি সত্যিই মেরেছি।
স্বামী: ঠিক আছে, ইয়ার্কি আমি আবার একদম পছন্দ করি না ।
স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন - কাল তোমার জন্মদিন এই নেকলেসটা এনেছি।
বৌ অনুযোগে করে করে বলে - কিন্তু তুমি বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে ।
স্বামীর উত্তর- হ্যাগো বলেছিলাম । কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না ।
প্রগতিশীল বর (দোকানের সেলস্ গার্লকে): আচ্ছা আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম “মহিলাদের শাসন কর্তা পুরুষ”?
সেলস্ গার্লঃ স্যার, আষাঢ়ে গল্পের বই ৩/২ নং সেকশনে পাবেন।
প্রথমঃ ওকে বিয়ে করার জন্য শহরের অর্ধেক লোক পাগল ।
দ্বিতীয়ঃ সেকি অর্ধেক লোক পাগল ?
প্রথম হ্যাঁ, অর্ধেক, কারণ বাকি অর্ধেকের সাথে তার এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।
মালিক অফিসে এসেই কর্মচারীকে ধমকালেন।
–হাসান সাহেব, কাল নাকি আপনি অফিস টাইমে মিস ডলিকে নিয়ে সিনেমায় গিয়েছিলেন? ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলুন।
–কিন্তু স্যার, ও কি আপনার সাথে সিনেমা দেখতে যেতে রাজি হবে?
তোমার নতুন চাকরি কেমন লাগছে ? তুমি কি সেখানে স্বাধীন ভাবে কাজ করতে পার?
- ভালোই লাগছে। স্বাধীনতা আছে বেশ । অফিসের সময় ৯-৫টা । তবু আমি ৯টার আগে যে কোন সময় এবং অফিসে আসতে পারি ও ৫টার পরে যে কোন সময় চলে যেতে পারি।
কেরানী ম্যানেজাকে বলল, আমি এত দিন ধরে তিনজন লোকের কাজ এক জনে করেছি । আমার মাইনেবাড়াতে হবে ।
ম্যানেজারঃ মাইনে এখন বাড়ানো অসম্ভব। কিন্তু তুমি বাকি দুজনের নাম বল তাদের এক্ষুনি বরখাস্ত করব।
দু বন্ধু অফিসে ঢুকে দেখল অফিস রুম খালি । চেয়ারে বসে এক বন্ধু সিগারেট্ ধরাতে অন্যজন বললো উহু খাসনে ওই যে কোনায় নো স্মোকিং লেখা আছে । জবাবে বন্ধু টেবিলে রাখা দুটো স্টেরে দেখিয়ে দিল এগুলো তাহলে কিসের জন্য এমন সময় বেয়ারা রুমে ঢুকতেই এক জানতে চাইল আচ্ছা ওখানকার নো স্মোকিং লেখা আছে মনে হচ্ছে? বেয়ারা বিরক্ত হয়ে জবাব দিল দেখছেন যখন তখন আর সিগারেট ধরিয়েছেন কেন? যান বাইরে গিয়ে খেয়ে আসুন। ওদের একজন রেগে গিয়ে বলল তাহলে এইসব ছাইদানি রাখা হয়েছে কাদের জন্য শুনি? বেয়ারা চড়া সুরে উত্তর দিল বোকার মত প্রশ্ন করবেন না । সবাই আপনার মত ইংরেজি জানা ভদ্দর লোক নয়। যারা সাইনবোড পড়তে পারে না তারা কি মেঝেতে চাই সিটিয়ে সিগারেট খাবে নাকি ?
আপনি কে?
গরীবের রাজা রবীন হুড।
আপনার ছেলে মেয়ে কয় জন?
ওরা এগার জন।
বড় ছেলে কি করে?
টপ-রংবাজ।
মেঝো ছেলে?
বিশ্ব প্রেমিক।
তার পরের জন?
সেয়ানা পাগল
ছোট ছেলে কি করে?
কুলি নাম্বার ওয়ান।
কোন জিনিসটা আপনার অপছন্দ?
হঠাৎ বৃষ্টি।
আপনার শ্বশুর সাহেব কি করে?
পদ্মা নদীর মাঝি।
আপনার স্ত্রী সম্পর্কে বলুন?
চাপা ডাঙ্গার বউ।
ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।
গরীব কেন কাঁদে?
ভক্তদের উদ্দেশ্যে কোন উপদেশ থাকলে বলুন।
মানুষ মানুষের জন্য ।
অফিসার: আপনার নাম?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: ঠিক ভাবে বলুন
চাকুরী প্রার্থী: মোতালেব প্রধান স্যার
অফিসার: পিতার নাম?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: এর মানে কি?
চাকুরী প্রার্থী: মোতাওয়াল্লী প্রধান স্যার
অফিসার: বাসা কোথায়
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: মনিপুরি পাড়া?
চাকুরী প্রার্থী: মিরপুর স্যার
অফিসার: আপনার শিক্ষাগত যোগ্যতা?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: (রাগত) এর মানে কি?
চাকুরী প্রার্থী: মেট্রিক পাশ স্যার
অফিসার: ক্যান আপনার চাকুরি দরকার?
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: মানে কি?
চাকুরী প্রার্থী: মানি প্রবলেম স্যার
অফিসার: আপনার পারসোনালিটি সম্পর্কে কিছু বলুন
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: এক্সপ্লেইন প্লিজ
চাকুরী প্রার্থী: Magnanimous Personality স্যার
অফিসার: ওকেইজ.. আপনি এখন আসতে আরেন।
চাকুরী প্রার্থী: এম.পি. স্যার
অফিসার: এইকথাটার মানে কি?
চাকুরী প্রার্থী: মাই পারফরমেন্স?
অফিসার: এম.পি !!!
চাকুরী প্রার্থী: সরি….
অফিসার: Mentally Punctured .