Thursday, April 21, 2011

Page 22


Nobody, Somebody, Mad তিন ভালো বন্ধু একদিন এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে Nobody হঠাৎ Somebodyকে হত্যা করল তারপর আরেক বন্ধু Mad পুলিশকে ফোন করে বলল-
Nobody killed Somebody.
পুলিশ: Are You Mad ?
Mad: Yes, I am Mad.

বড় ভাই: কিরে রন্টি, তোর হাতে এটা কিসের কাগজ রে ?
রন্টি: মার্কশীট ভাইয়া
বড় ভাই: দেখি তো...গাধা কোথাকার, এতো কম নম্বর কেউ পায় ?
রন্টি: ভাইয়া, এটা তো তোমার মার্কশীট

রোগী: ডাক্তার সাব, আমার পেটে বিরাট ব্যথা
ডাক্তার: তা আপনার পায়খানা কেমন ?
রোগী: আমরা গরীব মানুষ, আমাগোর পায়খানা আর কেমন হইবে আছে একটা বাঁশের পায়খানা, সামনে ছালা দেয়া

শিক্ষক: জীবজন্তুর বেশীরভাগই আমাদের কোন না কোন ভাবে উপকার করে, বলতো শুভ, পিঁপড়া আমাদের কী কোন উপকার করে ?
শুভ: করে, পিঁপড়া আছে বলেই আমরা বুঝতে পারি মা কোথায় মিষ্টি লুকিয়ে রেখেছে

এক বিদেশী ভদ্রলোক শখ করে গ্রামের এক বাজারে গেছেন-
দোকানী: স্যার, সব ফেরেশ মাল
বিদেশী: I see.
দোকানী: আইছেন যহন তাইলে বহেন
বিদেশী: O.K
দোকানী: , এর কথা কন এ তো আমার মাইঝা পোলা, স্যার

শিক্ষক: কেউ কী বলতে পারো পৃথিবীর ওজন কত?
ছাত্র: স্যার আমি বাংলাদেশের ওজন কত তা বলতে পারবো
শিক্ষক: অপদার্থ, বাংলাদেশের ওজন কোথায় পেলি ?
ছাত্র: কেন স্যার, বড় বড় ট্রাকের বডিতে লেখা আছে-সমগ্র বাংলাদেশ পাঁচ টন

১ম ব্যক্তি: ভাই এতো রাতে হারিকেন নিয়ে কই চললেন ?
২য় ব্যক্তি: আত্নহত্যার জন্য
১ম ব্যক্তি: তা স্পটটা কোথায় ঠিক করলেন?
২য় ব্যক্তি: নদীতে
১ম ব্যক্তি: তাহলে হারিকেন নিয়েছেন কেন ?
২য় ব্যক্তি: যা অন্ধকার রাত, সাপে কামড়ায় যদি ?

শিক্ষক:  বল তো রন্টি, মায়ের দুধের উপকারিতা কী ?
রন্টি:  মায়ের দুধ কোন পাত্র রাখার দরকার হয় না এমনকী বেড়ালও চুরি করতে পারে না

১ম বন্ধু: জানিস আমার ভাই পানিতে ডুবে থাকার নতুন রেকর্ড করেছে সে এক ডুবে ৩০ মিনিট পানির তলায় থেকে আবার উঠে এসেছে
২য় বন্ধু: তোর ভাইয়ের চেয়ে আমার ভাইয়ের পানিতে ডুবে থকার রেকর্ড বেশী সে একবার নদীতে ঝাপ দিয়েছিল, আর উঠে আসেনি আমার মতে এটাই সবছেয়ে বেশী সময় পানিতে ডুবে থাকার রেকর্ড

১ম বন্ধু: কী ব্যপার ওভাবে কোমরে দড়ি বেঁধে ঝুলে আছো কেন ?
২য় বন্ধু: আত্নহত্যার জন্য
১ম বন্ধু: তা গলায় না দিয়ে কোমরে কেন ?
২য় বন্ধু: গলায় তো দিয়েছিলাম, কিন্তু দম বন্ধ হয়ে আসছে যে

এক সিঁধেল চোর গৃহস্তের হাতে ধরা পড়ল ; তাকে আচ্ছা করে পিটুনি দিয়ে গৃহস্ত বলল: চুরি করতে তোর লজ্জা করে না ?
চোর: সেই জন্যই তো রাতের বেলা এসেছিলাম

বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারল, এর জন্য দায়ী কে?
কলম্বাস, কারণ সে ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিল
 
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কেমন দেখলেন?
আমি তো খেলা দেখিনি, যত দূর মনে পড়ে খেলার একটা হাইলাইটস দেখেছি
 
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় দর্শক হিসেবে আপনার সাফল্য কী ছিল?
গ্যালারির ভেতর ১৫০ টাকার বার্গার খেলা শেষে ২০ টাকায় কিনতে পারা
 
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলায় বাংলাদেশের ইনিংস শেষে আপনার কী মনে হয়েছিল?
দেশ থেকে কি ঝড়-বৃষ্টি একেবারে উধাও হয়ে গেল!
 
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে মাত্র ৫৮ রানে আটকে দিল, এতে আপনার প্রতিক্রিয়া?প্রতিক্রিয়ার কী আছে, আমরাও তো ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানের বেশি করতে দিইনি
 
১০ টাকার বাদাম কিনে খেলা দেখতে বসেছিলামএখনো ৩ টাকার মতো বাদাম আছে, এর মধ্যে খেলা শেষএখন কী করব?
কেউ আছেন? ৩ টাকার বাদাম বিক্রি হবে
 
৫৮ রানকে ১০ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিলে গড়ে মাথাপিছু কত রান পড়বে?
১০ জনের মধ্যে ভাগ করা যাবে নাকারণ, জুনায়েদ একাই করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান!
 
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলায় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যর্থতা কী?
আবদুর রাজ্জাকএই একটা ব্যাটসম্যানকে ওরা আউট করতে পারেনি
 
আইসিসির প্রতি একজন বাংলাদেশি দর্শক হিসেবে আপনার কোনো পরামর্শ!
ওয়ানডে ক্রিকেটেও ইনিংস ডিক্লেয়ার করে আবার খেলা শুরু করার ব্যবস্থা রাখা উচিত